• February 082025
  • PUB

পুণ্ড্র ইউনিভার্সিটিতে স্প্রিং ফেস্ট-২০২৫ শুরু

...

পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে তিনদিন ব্যাপী স্প্রিং ফেস্ট-২০২৫ শুরু হয়েছে। ০৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় ইউনিভার্সিটি মাঠে বেলুন উড়িয়ে স্প্রিং ফেস্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। এসময় স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের স্প্রিং ফেস্ট-২০২৫ এর আহ্বায়ক বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর ভাইস-চেয়ারম্যান রোটা: ডাঃ মোঃ মতিউর রহমান এবং পিইউবি ট্রেজারার মুহা. সুজন শাহ-ই-ফজলুল। এসময় আরো উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার, রেজিস্ট্রার ড. এস. জে আনোয়ার জাহিদ, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আমিনুল হক, পরিচালক (অর্থ) আবু জাহিদ মোঃ জগলুল পাশা, প্রক্টর মোঃ সাব্বির হোসেন, স্প্রিং ফেস্ট-২০২৫ এর সদস্য সচিব উপদেষ্টা (ছাত্র কল্যাণ) মোঃ নাজমুল হক, উপ-পরিচালক (জনসংযোগ ও প্রশাসন) মোঃ জাহেদুল আলম, বিওটি সমন্বয়ক মোঃ খোরশেদ আলম, এস্টেট অফিসার মোঃ নজরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। স্প্রিং ফেস্টে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলাধুলা, বির্তক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা চলবে। আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিজয়ীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে স্প্রিং ফেস্ট-২০২৫ শেষ হবে।

Related Events